ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের ফাঁসির দাবীতে টেকনাফ সীমান্তে উপজেলায় ছাত্র-জনতার নেতৃত্বে বিক্ষোভ মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভার বাসস্টেশন সংলগ্ন বায়তুল করম জামে মসজিদের সামনে থেকে মশাল ও বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি স্টেশন ঝর্ণার মোড় হয়ে রাত সাড়ে ৯ টায় শাপলা চত্বর জিরো পয়েন্ট শেষ হয়।
বিক্ষোভ মিছিলে টেকনাফ উপজেলা ইনকিলাব মঞ্চের সদস্য রবিউল হাসান মামুন, জুবাইর আজিজ, টেকনাফ উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়কারী বাহাউদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম, জামিল উদ্দিন, মোহাম্মদ রফিক। এসময় আরোও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুব শক্তির সংগঠক রায়হান, টেকনাফ উপজেলার ছাত্র শক্তির সংগঠক আল ফাহাদ বাবু, আবছার হোছাইন, সাদেক ছোইন, আব্দুল্লাহ। এদিকে টেকনাফ উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ রফিকুল ইসলাম রাফি, পৌর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাহমুদ ফাহিম ও ছাত্রদল নেতা জাকারিয়া প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ইনকিলাব মঞ্চ, ছাত্রদল, ছাত্রশিবির, এনসিপি, ইসলামী ছাত্র আন্দোলনসহ ছাত্রশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র সৈয়দ ওসমান শরিফ হাদীর হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা অভিযোগ করে বলেন, স্বৈরশাসক ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের খুনি হাসিনার আস্তানা এই বাংলায় হতে পারে না।
বক্তারা আরও বলেন, এদেশে একজন হাদির মৃত্যুতে আঠারো কোটি হাদি জন্ম নিবে। আমরা যখন মাঠে নামি, শহীদের তামান্না নিয়ে ঘর থেকে বের হয়। টেকনাফে উস্কানিমূলক কর্মকাণ্ড ও হামলার চেষ্টা করলে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। হাদির খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।
নোমান অরুপ 










