ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ওরা, রামুতে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার মেশিনসহ গ্রেপ্তার ২ ‘শিকারী ও দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে ম্লান করেছে – কক্সবাজারে পিআইবির মহাপরিচালক রোহিঙ্গারা নির্বাচনে ইনভলভ হওয়ার সুযোগ নেই- শাহজাহান চৌধুরী ‘ধানের শীষে ভোট দিলে ৫ হাজার টাকা, ভিডিও প্রমাণ দিয়েও প্রশাসন পদক্ষেপ নেয়নি’ প্রবাসী ভোটাররা আজ থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন টেকনাফের জালিয়া পাড়ায় ৫০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার যেকোন মূহুর্তে উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে – আনোয়ারী’র শংকা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি হাঁস প্রতীক পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের প্রচারে নেমে প্রথম দিনে ছয় জেলায় সমাবেশ করবেন তারেক রহমান বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু ২০২৬ সালে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি

সৌদি-আমিরাতে ঈদ কবে, জানা যাবে আজ

 

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে— তা আজ জানা যাবে। আজ মঙ্গলবার (২৭ মে) দেশ দুটিতে ১৪৪৬ হিজরি সনের (আরবি বছরের) এগারোতম মাস জিলকদের ২৯তম দিন।

আর এদিন যদি বছরের শেষ মাস জিলহজের চাঁদ ওঠে, তাহলে আগামী ৬ জুন দেশ দুটিতে ঈদ পালন করা হবে। আর পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন পড়বে ৫ জুন।

মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস, মিডলইস্ট ইকোনমি এবং আল আরাবিয়া।

সংবাদমাধ্যম বলছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলিম নাগরিকদের আজ মঙ্গলবার সন্ধ্যায় আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা গেলে তা ইসলামি চান্দ্র মাস জিলহজের সূচনা হিসেবে গণ্য হবে। মূলত এই মাসেই পবিত্র হজ ও ঈদুল আযহার মতো গুরুত্বপূর্ণ ইসলামি ইবাদত ও উৎসব পালিত হয়।

সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কেউ চাঁদ দেখতে পেলে তাকে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে। চাঁদ দেখা যাওয়ার ওপর ভিত্তি করে পবিত্র হজের সময়সূচী নির্ধারিত হবে। আজ সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে এ বছর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন। আর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন পড়বে ৫ জুন। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকবে আরাফাতের ময়দান।

সৌদির সুপ্রিম কোর্ট গত রোববার সাধারণ মানুষকে ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখার অনুরোধ জানিয়ে বলেছে, “কেউ খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখেন তাহলে নিকটস্থ কোর্টে অবহিত করুন”। কেউ সরাসরি কোর্টের সঙ্গে যোগাযোগ করতে না পারলে স্থানীয় কর্তৃপক্ষকে চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বানও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকেও মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার অনুরোধ জানানো হয়েছে দেশটির সব নাগরিক ও প্রবাসীদের প্রতি। আমিরাতের ফাতওয়া কাউন্সিল আজ সন্ধ্যায় আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে বৈঠকে বসছে, যেখানে ধর্মীয় ও জ্যোতির্বিদ বিশেষজ্ঞরা জিলহজ মাসের চাঁদ দেখার উপযোগিতা নিয়ে বিশ্লেষণ করবেন।

এই বৈঠকে চাঁদের জন্ম, মহাকাশীয় সংযোজন এবং বাস্তবে চাঁদ দেখা সম্ভব কি না—এই বিষয়গুলো যাচাই করা হবে। চাঁদ দেখার জন্য উন্নত প্রযুক্তির জাতীয় পর্যবেক্ষণ যন্ত্রও ব্যবহার করা হবে।

সাধারণত সৌদি আরবে উদযাপনের পরদিন বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে তা আগামীকাল বুধবার জানা যাবে।

মূলত পবিত্র ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান একটি উৎসব। মুসলমানরা নামাজ আদায়, পশু কোরবানি এবং দান-খয়রাতের মাধ্যমে দিনটি পালন করে থাকেন। এটি হজের সঙ্গে সম্পর্কিত এবং মুসলিম উম্মাহর আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক।

 

 

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

This will close in 6 seconds

সৌদি-আমিরাতে ঈদ কবে, জানা যাবে আজ

আপডেট সময় : ০৫:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

 

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে— তা আজ জানা যাবে। আজ মঙ্গলবার (২৭ মে) দেশ দুটিতে ১৪৪৬ হিজরি সনের (আরবি বছরের) এগারোতম মাস জিলকদের ২৯তম দিন।

আর এদিন যদি বছরের শেষ মাস জিলহজের চাঁদ ওঠে, তাহলে আগামী ৬ জুন দেশ দুটিতে ঈদ পালন করা হবে। আর পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন পড়বে ৫ জুন।

মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস, মিডলইস্ট ইকোনমি এবং আল আরাবিয়া।

সংবাদমাধ্যম বলছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলিম নাগরিকদের আজ মঙ্গলবার সন্ধ্যায় আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা গেলে তা ইসলামি চান্দ্র মাস জিলহজের সূচনা হিসেবে গণ্য হবে। মূলত এই মাসেই পবিত্র হজ ও ঈদুল আযহার মতো গুরুত্বপূর্ণ ইসলামি ইবাদত ও উৎসব পালিত হয়।

সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কেউ চাঁদ দেখতে পেলে তাকে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে। চাঁদ দেখা যাওয়ার ওপর ভিত্তি করে পবিত্র হজের সময়সূচী নির্ধারিত হবে। আজ সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে এ বছর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন। আর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন পড়বে ৫ জুন। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকবে আরাফাতের ময়দান।

সৌদির সুপ্রিম কোর্ট গত রোববার সাধারণ মানুষকে ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখার অনুরোধ জানিয়ে বলেছে, “কেউ খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখেন তাহলে নিকটস্থ কোর্টে অবহিত করুন”। কেউ সরাসরি কোর্টের সঙ্গে যোগাযোগ করতে না পারলে স্থানীয় কর্তৃপক্ষকে চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বানও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকেও মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার অনুরোধ জানানো হয়েছে দেশটির সব নাগরিক ও প্রবাসীদের প্রতি। আমিরাতের ফাতওয়া কাউন্সিল আজ সন্ধ্যায় আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে বৈঠকে বসছে, যেখানে ধর্মীয় ও জ্যোতির্বিদ বিশেষজ্ঞরা জিলহজ মাসের চাঁদ দেখার উপযোগিতা নিয়ে বিশ্লেষণ করবেন।

এই বৈঠকে চাঁদের জন্ম, মহাকাশীয় সংযোজন এবং বাস্তবে চাঁদ দেখা সম্ভব কি না—এই বিষয়গুলো যাচাই করা হবে। চাঁদ দেখার জন্য উন্নত প্রযুক্তির জাতীয় পর্যবেক্ষণ যন্ত্রও ব্যবহার করা হবে।

সাধারণত সৌদি আরবে উদযাপনের পরদিন বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে তা আগামীকাল বুধবার জানা যাবে।

মূলত পবিত্র ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান একটি উৎসব। মুসলমানরা নামাজ আদায়, পশু কোরবানি এবং দান-খয়রাতের মাধ্যমে দিনটি পালন করে থাকেন। এটি হজের সঙ্গে সম্পর্কিত এবং মুসলিম উম্মাহর আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক।