টেকনাফের হ্নীলায় সিএনজির চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ (১২) নামে এক কিশোর মারা গেছে। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকার শামসুল আলমের ছেলে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার হ্নীলা ইউপির ওয়াব্রাং রাস্তার মাথায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় মোহাম্মদকে একটি সিএনজি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হ্নীলা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে দুর্ঘটনা কবলিত সিএনজিটি জব্দ করতে সক্ষম হলেও সিএনজি চালক দ্রুত পালিয়ে যায়।
এর আগে, গেল ৩০ অক্টোবর (শুক্রবার) একই জায়গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক ওয়াব্রাং এলাকার নাগু সওদাগরের ছেলে জকির আহমদ জ্যাকির মর্মান্তিক মৃত্যু হয়েছিল।
নোমান অরুপ 


















