ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি এমন বাংলাদেশ বির্নিমাণ করবে যেখানে কোনো মানুষ গুম হবেনা- সালাহউদ্দিন আহমদ টেকনাফে নৌ অঞ্চল কমান্ডার -গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠ করতে নৌবাহিনী বদ্ধপরিকর নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস ‘ইন্টারনেট বন্ধ করার কারণেই মহাশক্তিশালী সরকারের পতন ঘটেছিল’ ১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৬৯ হাজার ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত ভারতের পার্লামেন্টে শ্রদ্ধা জানানো হবে খালেদা জিয়াকে টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে ছয় কৃষক অপহৃত সেন্টমার্টিন ও টেকনাফে নবনির্মিত বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বিরোধিতা: প্যাথলজি রিপোর্টে স্বাক্ষরের দাবিতে সমাবেশ কুতুবদিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আমরা ক্ষমতায় গেলে কারো প্রতি অন্যায় করব না-অধ্যক্ষ আনোয়ারী মালয়েশিয়ার উত্তাল সমুদ্রে বাংলাদেশের জয়গান মহেশখালী মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম হবে দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র: ড. হামিদুর রহমান আযাদ

সালাহউদ্দিন আহমেদের অনুরোধে অনশন ভাঙলেন তারেক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। আজ রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে তিনি তারেকের অনশন ভাঙান।

এ সময় তিনি তারেককে বলেন, আগামীকাল আপিল আবেদন করবে। আর এর মধ্যে কয়েকটি অফিস সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত।

এরপর তাকে অ্যাম্বুলেন্সে নির্বাচন ভবনের সামনে থেকে নিয়ে যান তার সমর্থকরা।
গত ৪ নভেম্বর ইসি তিনটি নতুন রাজনৈতিক দলকে—বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিবন্ধন না পাওয়ায় ওই দিন বিকেল ৪টা থেকেই ইসির ফটকের সামনে অনশন শুরু করেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান।

আজ রোববার সকাল থেকেই তারেক রহমানের স্যালাইন চলছিল। তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না, দিনের বেশির ভাগ সময় শুয়েই কাটিয়েছেন। মাঝে মাঝে উপস্থিত লোকজনকে ডেকে তিনি নিজ দলের কাগজপত্র দেখিয়ে অভিযোগ করেন, নিবন্ধনের শর্ত পূরণ করা সত্ত্বেও ইসি তাদের নিবন্ধন দিচ্ছে না।
দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ইসির পক্ষ থেকে একজন যুগ্ম সচিব এসেছিলেন আমার অনশন ভাঙাতে। কিন্তু নিবন্ধন না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।

গত ৫ নভেম্বর আমজনতা দল কেন নিবন্ধন পায়নি, তা জানিয়ে দলটিকে চিঠি দেয় ইসি। ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, দলটির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য সঠিক আছে। তবে ২২টি জেলার মধ্যে দু্ইটি জেলা এবং ১০০টি উপজেলার মধ্যে ৬৭টি উপজেলায় সঠিক ও কার্যকর অফিস থাকার তথ্য পাওয়া যায়নি। এসব উপজেলা অফিসে ২০০ জন ভোটার সদস্য থাকার তথ্যও পাওয়া যায়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে আমজনতা দলের নিবন্ধন নিয়ে ইসি নতুন করে ভাবছে কি না—জানতে চাইলে জ্যেষ্ঠ ইসি সচিব আখতার আহমেদ আজ সাংবাদিকদের বলেন, কী হবে সেটা আপনারাই ভালো জানেন, আমরা কী বলব?
তারেকের অনশনের ১২৫ ঘণ্টা পেরিয়ে যাওয়ার বিষয়টি নজরে আনা হলে ইসি সচিব বলেন, ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। নির্বাচন কমিশন কি বিধিমালার বাইরে যেতে পারে? আপনি উত্তর পেয়ে গেছেন।
পরে বিকেল ৩টার দিকে আখতার আহমেদ বলেন, আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার, আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। এখন ওনারা আপিল করলে করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছে, সেগুলো পূরণ করে দিতে পারেন।
আখতার আহমেদ আরও বলেন, আপিল বা সংশোধনী বা পরিমার্জন, পরিবর্ধন, সময় বর্ধন—এগুলো তো একটা প্রচলিত প্রথা। সেটা নিশ্চয়ই ওনারা বিবেচনায় নেবেন এবং আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদের আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যান।

সূত্র-এনটিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপি এমন বাংলাদেশ বির্নিমাণ করবে যেখানে কোনো মানুষ গুম হবেনা- সালাহউদ্দিন আহমদ

This will close in 6 seconds

সালাহউদ্দিন আহমেদের অনুরোধে অনশন ভাঙলেন তারেক

আপডেট সময় : ১১:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। আজ রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে তিনি তারেকের অনশন ভাঙান।

এ সময় তিনি তারেককে বলেন, আগামীকাল আপিল আবেদন করবে। আর এর মধ্যে কয়েকটি অফিস সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত।

এরপর তাকে অ্যাম্বুলেন্সে নির্বাচন ভবনের সামনে থেকে নিয়ে যান তার সমর্থকরা।
গত ৪ নভেম্বর ইসি তিনটি নতুন রাজনৈতিক দলকে—বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিবন্ধন না পাওয়ায় ওই দিন বিকেল ৪টা থেকেই ইসির ফটকের সামনে অনশন শুরু করেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান।

আজ রোববার সকাল থেকেই তারেক রহমানের স্যালাইন চলছিল। তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না, দিনের বেশির ভাগ সময় শুয়েই কাটিয়েছেন। মাঝে মাঝে উপস্থিত লোকজনকে ডেকে তিনি নিজ দলের কাগজপত্র দেখিয়ে অভিযোগ করেন, নিবন্ধনের শর্ত পূরণ করা সত্ত্বেও ইসি তাদের নিবন্ধন দিচ্ছে না।
দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ইসির পক্ষ থেকে একজন যুগ্ম সচিব এসেছিলেন আমার অনশন ভাঙাতে। কিন্তু নিবন্ধন না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।

গত ৫ নভেম্বর আমজনতা দল কেন নিবন্ধন পায়নি, তা জানিয়ে দলটিকে চিঠি দেয় ইসি। ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, দলটির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য সঠিক আছে। তবে ২২টি জেলার মধ্যে দু্ইটি জেলা এবং ১০০টি উপজেলার মধ্যে ৬৭টি উপজেলায় সঠিক ও কার্যকর অফিস থাকার তথ্য পাওয়া যায়নি। এসব উপজেলা অফিসে ২০০ জন ভোটার সদস্য থাকার তথ্যও পাওয়া যায়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে আমজনতা দলের নিবন্ধন নিয়ে ইসি নতুন করে ভাবছে কি না—জানতে চাইলে জ্যেষ্ঠ ইসি সচিব আখতার আহমেদ আজ সাংবাদিকদের বলেন, কী হবে সেটা আপনারাই ভালো জানেন, আমরা কী বলব?
তারেকের অনশনের ১২৫ ঘণ্টা পেরিয়ে যাওয়ার বিষয়টি নজরে আনা হলে ইসি সচিব বলেন, ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। নির্বাচন কমিশন কি বিধিমালার বাইরে যেতে পারে? আপনি উত্তর পেয়ে গেছেন।
পরে বিকেল ৩টার দিকে আখতার আহমেদ বলেন, আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার, আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। এখন ওনারা আপিল করলে করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছে, সেগুলো পূরণ করে দিতে পারেন।
আখতার আহমেদ আরও বলেন, আপিল বা সংশোধনী বা পরিমার্জন, পরিবর্ধন, সময় বর্ধন—এগুলো তো একটা প্রচলিত প্রথা। সেটা নিশ্চয়ই ওনারা বিবেচনায় নেবেন এবং আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদের আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যান।

সূত্র-এনটিভি