ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বড়ঘোপ বাজার কালী মন্দির পাড়ায় অগ্নিকান্ডে ৬ বসতঘর, ২ দোকান পুড়ে ছাই টেকনাফে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন: শাহ জাহান চৌধুরী ও সেলিনা সুলতানা নিশীতার ঐক্যের ডাক নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান ভালো ফল করেও অনার্স শেষ হলোনা রামুর সেই উষা বড়ুয়ার রামুর আলেচিত টমটম চালক সোহেল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার ১৭ নভেম্বর পর্যন্ত কক্সবাজারে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে পুলিশ দেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত, শহুরে কর্মজীবীদের তিন-চতুর্থাংশই ভুক্তভোগী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর মহেশখালী-কুতুবদিয়া সংসদীয় আসনের জন্য এনসিপি থেকে মনোনয়ন ফরম নিলেন এডভোকেট নাজমুস সাকিব বেঁচে থাকাটাই আনন্দের: বিদ্যা সিনহা মিম যেদিন সম্পদ ও সন্তান কোনো কাজে আসবে না উখিয়ার খালে মিলল নারীর বস্তাবন্দি ম’র’দে’হ, প’লা’তক স্বামী ‘চুমু’ নিয়ে প্রেমিকা শিপুর সাথে অভিমানে সৌরভের আ’ত্ম’হত্যা! – দাবী বন্ধুদের ‘লক্ষী আসন’ খ্যাত কক্সবাজার-৪ এ এনসিপির প্রার্থী হচ্ছেন ক্রীড়া সংগঠক হোসাইন

সাবেক প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ার ৮ টিপস

বিচ্ছেদ হওয়ার পরের দিনগুলোতে কঠিন সময় যায়। মানুষের ভেতরে হারানোর বোধ তৈরি হয়, হতাশা ও বেদনা ভর করে। আর এর কারণ, বিচ্ছেদের সময় আবেগের আতিশয্য থাকে। এই আবেগ মস্তিষ্কে বিভিন্ন ক্রিয়া করে। যে সম্পর্কটি ছিল বিশেষ, যা আপনাকে পুলকিত করত, সে সম্পর্কে ছেদ পড়াটা মেনে নেওয়া কষ্টের।

কিন্তু আপনি যদি সেই বিচ্ছেদ মেনে নিতে না পারেন আর ওই মানুষটিকে ফিরে পেতে চান, সে জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি নিজের ভুল বুঝতে পারেন আর শুধরে নিতে চান, তবে সঙ্গীর কাছে ক্ষমা চাইতে পারেন। কিন্তু সাবেক প্রেমিকা বা সঙ্গীর কাছে ক্ষমা চাওয়া কি আপনার কাছে বিব্রতকর মনে হচ্ছে? এর কারণ হতে পারে, বিচ্ছেদের পর নানা ঝক্কি-ঝামেলা। তবে আপনি যদি সাবেক সঙ্গীকে ফিরে পেতে চান, ক্ষমা তো চাইতেই হবে।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই সাবেক সঙ্গীর কাছে ক্ষমা চাইবার আটটি পরামর্শ দিয়েছে। আসুন, একবার চোখ বুলিয়ে নিই—

মনকে প্রস্তুত করুন

প্রথমে আপনার মনকে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত করুন। নিজেকে জিজ্ঞেস করুন, তুমি কি অতীতের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য তৈরি? সাবেক প্রেমিকা বা সঙ্গীর কাছে ক্ষমা চাওয়া খারাপ কিছু নয়। কিন্তু এর জন্য যদি তাড়াহুড়ো করেন, তবে তা হিতে বিপরীত হতে পারে। মানে, আগে আপনাকে নিজের ভুলগুলো উপলব্ধি করতে হবে।

ক্ষমা চেয়ে বার্তা

সাবেক সঙ্গীর কাছে ক্ষমা চাওয়ার একটি সহজ উপায় হচ্ছে খুদে বার্তা পাঠানো। একটি সাধারণ বার্তাও পাঠাতে পারেন। যে বার্তা বোঝাতে সক্ষম হবে, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন। কোনো প্রকার অস্বস্তি ছাড়াই সাবেক সঙ্গীর কাছে ক্ষমা চেয়ে বার্তা পাঠাতে পারেন।

কল করুন

আপনি যদি স্বস্তিবোধ করেন, তবে সাবেক সঙ্গীকে কল করতে পারেন এবং সরাসরি ক্ষমা চাইতে পারেন। কিন্তু তাঁর নাম্বার ডায়ালের আগে একবার ভাবুন, খুব দ্রুত হয়ে যাচ্ছে কি না। অর্থাৎ কয়েক দিন আগেই যাঁর সঙ্গে আপনার বাজে পরিস্থিতি হলো, তা কি সঙ্গীকে বিব্রত করতে পারে? আপনি সাবেককে কল করতেই পারেন, তবে একটু সময় নিন।

মুখোমুখি সাক্ষাতের চেষ্টা করুন

সাবেক সঙ্গীর মুখোমুখি বসে সরাসরি ক্ষমা চাইতে পারেন। তবে দুজন মুখোমুখি বসলে স্বস্তিবোধ করবেন কি না, তা আগে ভেবে নিন। এরপর দুজন মিলে কোথাও বেড়াতে যান অথবা কফি খেতেও বসতে পারেন। এরপর আপনার মনের কথা খুলে বলুন।

কী বলবেন স্পষ্ট হোন

নিজের চিন্তাভাবনা, মত ও অনুভূতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা আবশ্যক। বিনয়ের সঙ্গে আপনি ক্ষমা চাইতে পারেন। তা না হলে আপনার সাবেক সঙ্গী আপনাকে গ্রহণ করবেন না। আপনি কী বলতে চাইছেন তা নিয়ে যদি নিজেই সন্দিহান থাকেন, তাহলে ফের ভুল বোঝাবুঝি তৈরি হবে। বারবার একই কথা না বলে যা বলার স্পষ্ট করে বলবেন।

সরল ও সংক্ষিপ্ত করুন

মনে রাখবেন, আপনি সাবেক প্রেমিকা বা সঙ্গীর কাছে ক্ষমা চাচ্ছেন। তাই অহেতুক এমন কোনো কৌতুক বা কথা ব্যবহার করবেন না, যা হিতে বিপরীত হয়। কোনো প্রকার অন্য প্রসঙ্গে না জড়িয়ে সরাসরি ক্ষমা চান।

সাবেক সঙ্গীকে কথা বলতে দিন

এক পক্ষীয় আলাপ কখনো ভালো ফল বয়ে আনে না। সাবেক সঙ্গীকেও কথা বলতে দিন। আপনি যেমন আপনার ভেতরের সব কথা বলতে চান, হতে পারে তিনিও বলতে চান। এভাবে দুজন দুজনের মনোভাব বুঝতে সহায়ক হবে।

দোষারোপ করবেন না

এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন সাবেক সঙ্গীর কাছে ক্ষমা চাইতে যাচ্ছেন, তখন কোনো প্রকার দোষারোপ করবেন না। আপনাদের আলাপচারিতা যেন সুস্থ হয়। অন্যের ভুলগুলো ধরার চেয়ে নিজের ভুলগুলো স্বীকার করা উত্তম। আর তা না হলে সাবেক প্রেমিকার সঙ্গে আপনার সম্পর্ক আরো খারাপ হতে পারে। দোষারোপ করা থেকে বিরত হোন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বড়ঘোপ বাজার কালী মন্দির পাড়ায় অগ্নিকান্ডে ৬ বসতঘর, ২ দোকান পুড়ে ছাই

This will close in 6 seconds

সাবেক প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ার ৮ টিপস

আপডেট সময় : ০৯:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

বিচ্ছেদ হওয়ার পরের দিনগুলোতে কঠিন সময় যায়। মানুষের ভেতরে হারানোর বোধ তৈরি হয়, হতাশা ও বেদনা ভর করে। আর এর কারণ, বিচ্ছেদের সময় আবেগের আতিশয্য থাকে। এই আবেগ মস্তিষ্কে বিভিন্ন ক্রিয়া করে। যে সম্পর্কটি ছিল বিশেষ, যা আপনাকে পুলকিত করত, সে সম্পর্কে ছেদ পড়াটা মেনে নেওয়া কষ্টের।

কিন্তু আপনি যদি সেই বিচ্ছেদ মেনে নিতে না পারেন আর ওই মানুষটিকে ফিরে পেতে চান, সে জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি নিজের ভুল বুঝতে পারেন আর শুধরে নিতে চান, তবে সঙ্গীর কাছে ক্ষমা চাইতে পারেন। কিন্তু সাবেক প্রেমিকা বা সঙ্গীর কাছে ক্ষমা চাওয়া কি আপনার কাছে বিব্রতকর মনে হচ্ছে? এর কারণ হতে পারে, বিচ্ছেদের পর নানা ঝক্কি-ঝামেলা। তবে আপনি যদি সাবেক সঙ্গীকে ফিরে পেতে চান, ক্ষমা তো চাইতেই হবে।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই সাবেক সঙ্গীর কাছে ক্ষমা চাইবার আটটি পরামর্শ দিয়েছে। আসুন, একবার চোখ বুলিয়ে নিই—

মনকে প্রস্তুত করুন

প্রথমে আপনার মনকে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত করুন। নিজেকে জিজ্ঞেস করুন, তুমি কি অতীতের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য তৈরি? সাবেক প্রেমিকা বা সঙ্গীর কাছে ক্ষমা চাওয়া খারাপ কিছু নয়। কিন্তু এর জন্য যদি তাড়াহুড়ো করেন, তবে তা হিতে বিপরীত হতে পারে। মানে, আগে আপনাকে নিজের ভুলগুলো উপলব্ধি করতে হবে।

ক্ষমা চেয়ে বার্তা

সাবেক সঙ্গীর কাছে ক্ষমা চাওয়ার একটি সহজ উপায় হচ্ছে খুদে বার্তা পাঠানো। একটি সাধারণ বার্তাও পাঠাতে পারেন। যে বার্তা বোঝাতে সক্ষম হবে, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন। কোনো প্রকার অস্বস্তি ছাড়াই সাবেক সঙ্গীর কাছে ক্ষমা চেয়ে বার্তা পাঠাতে পারেন।

কল করুন

আপনি যদি স্বস্তিবোধ করেন, তবে সাবেক সঙ্গীকে কল করতে পারেন এবং সরাসরি ক্ষমা চাইতে পারেন। কিন্তু তাঁর নাম্বার ডায়ালের আগে একবার ভাবুন, খুব দ্রুত হয়ে যাচ্ছে কি না। অর্থাৎ কয়েক দিন আগেই যাঁর সঙ্গে আপনার বাজে পরিস্থিতি হলো, তা কি সঙ্গীকে বিব্রত করতে পারে? আপনি সাবেককে কল করতেই পারেন, তবে একটু সময় নিন।

মুখোমুখি সাক্ষাতের চেষ্টা করুন

সাবেক সঙ্গীর মুখোমুখি বসে সরাসরি ক্ষমা চাইতে পারেন। তবে দুজন মুখোমুখি বসলে স্বস্তিবোধ করবেন কি না, তা আগে ভেবে নিন। এরপর দুজন মিলে কোথাও বেড়াতে যান অথবা কফি খেতেও বসতে পারেন। এরপর আপনার মনের কথা খুলে বলুন।

কী বলবেন স্পষ্ট হোন

নিজের চিন্তাভাবনা, মত ও অনুভূতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা আবশ্যক। বিনয়ের সঙ্গে আপনি ক্ষমা চাইতে পারেন। তা না হলে আপনার সাবেক সঙ্গী আপনাকে গ্রহণ করবেন না। আপনি কী বলতে চাইছেন তা নিয়ে যদি নিজেই সন্দিহান থাকেন, তাহলে ফের ভুল বোঝাবুঝি তৈরি হবে। বারবার একই কথা না বলে যা বলার স্পষ্ট করে বলবেন।

সরল ও সংক্ষিপ্ত করুন

মনে রাখবেন, আপনি সাবেক প্রেমিকা বা সঙ্গীর কাছে ক্ষমা চাচ্ছেন। তাই অহেতুক এমন কোনো কৌতুক বা কথা ব্যবহার করবেন না, যা হিতে বিপরীত হয়। কোনো প্রকার অন্য প্রসঙ্গে না জড়িয়ে সরাসরি ক্ষমা চান।

সাবেক সঙ্গীকে কথা বলতে দিন

এক পক্ষীয় আলাপ কখনো ভালো ফল বয়ে আনে না। সাবেক সঙ্গীকেও কথা বলতে দিন। আপনি যেমন আপনার ভেতরের সব কথা বলতে চান, হতে পারে তিনিও বলতে চান। এভাবে দুজন দুজনের মনোভাব বুঝতে সহায়ক হবে।

দোষারোপ করবেন না

এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন সাবেক সঙ্গীর কাছে ক্ষমা চাইতে যাচ্ছেন, তখন কোনো প্রকার দোষারোপ করবেন না। আপনাদের আলাপচারিতা যেন সুস্থ হয়। অন্যের ভুলগুলো ধরার চেয়ে নিজের ভুলগুলো স্বীকার করা উত্তম। আর তা না হলে সাবেক প্রেমিকার সঙ্গে আপনার সম্পর্ক আরো খারাপ হতে পারে। দোষারোপ করা থেকে বিরত হোন।