টেকনাফের সাবরাংয়ে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯ টার দিকে সাবরাংয়ের শাহপরীর দ্বীপ ঘোলার পাড়া বেড়িবাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, এশার নামাজের পর বেড়িবাঁধ এলাকায় এক নারীর চিৎকার শুনে সেখানে গিয়ে দেখা যায় মেয়েটি অসুস্থ,বমি করছিলো। তার কাছে জানতে চাওয়া হলে তার নাম আরফা এবং বাড়ী মহেশখালী বলে জানায়। মেয়েটি বেশী অসুস্থ হয়ে পড়লে বিজিবি কে খবর দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। তার বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর হবে বলে ধারনা করছে প্রত্যক্ষদর্শীরা।
আরেক প্রত্যক্ষদর্শী জানায়, মেয়েটির সাথে থাকা ব্যাগে ৩টি মোবাইল নম্বর পাওয়া যায়। যার ২ টি মালয়েশিয়ার, অন্যটি বাংলাদেশের। বাংলাদেশী নাম্বারে কল দিলে শাহপরীর দ্বীপের সেলিম মিস্ত্রি বলে পরিচয় দেয়। এবং মেয়েটি তার পরিচিত বলে জানায়। পরে সেই সেলিম মিস্ত্রির ফোন বন্ধ পাওয়া যায়।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সঞ্জীব দাশ জানান, ঘোলার পাড়া বেড়িবাঁধ থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ১২ থেকে ১৩ বছর হবে। সুরতহাল রিপোর্ট তৈরি করার প্রস্তুতি প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক 


















