টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সাগর পথে বিদেশ গমনকালে ৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব।
র্যাব- ১৫ এর সহকারি পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) আ.ক.ম ফারুক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন- ০৯ নভেম্বর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্পের র্যাব- ১৫ এর টেকনাফ সিপিসির একটি দল বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া বড় ডেইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাগর পথে বিদেশ যাওয়ার জন্য জড়ো হওয়া ৩ রোহিঙ্গা উদ্ধার করে র্যাব হেফাজতে আনা হয়।
উদ্ধারকৃত রোহিঙ্গাদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাচাই শেষে তাদের নিজ নিজ ক্যাম্প ও পরিবারের কাছে হস্তান্তরের আইনী প্রক্রিয়া চলছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক 










