কুতুবদিয়ায় সাগরে নিখোঁজের তিনদিন পর জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ এলাকায় সমুদ্রে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জেলে আনিছুর রহমান কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলভী পাড়ার মো: কবির আহমেদের ছেলে।
জানা যায়,আনিছুর রহমান (২০) রোববার সকালে সাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং বোট থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়। বোটের মালিক একাধিক বোট নিয়ে খুঁজেও তার সন্ধান পায়নি। অবশেষে মঙ্গলবার সকালে সৈকতে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে উদ্ধার লাশ করে।
কুতুবদিয়া থানার ওসি মো: আরমান হোসেন বলেন, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মঙ্গলবার আসরের নামাজের পর কৈয়ারবিল বায়তুশ শরফ জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে বায়তুশ শরফ কবরস্থানে নিহত জেলে আনিছুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : 
























