বান্দরবানের লামা উপজেলার লামামুখ-রাজবাড়ী সড়কে পাহাড় ধস হয়েছে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল।
সোমবার (২৮ জুলাই) ভোর রাতে লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড লামামুখ-রাজবাড়ী সড়কের অংশে এ পাহাড় ধস ঘটনা ঘটে।
জানা গেছে-লামায় কয়েকদিন ধরে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে পাহাড়ের মাটি সরে যাওয়ায় এই ধসের ঘটনা ঘটে।পাহাড় ধসের কারণে লামামুখ থেকে রাজবাড়ী পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে টানা বর্ষণ অব্যাহত থাকায় লামা সহ আশপাশের এলাকায় আরো পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। তিনি বলেন, এখানে বড় একটি পাহাড় ধসে পড়েছে। লামা উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষে একা এতো মাটি দ্রুত সরিয়ে নেয়ার মতো লজিস্টিকস নেই। তিনি সেনাবাহিনী,জেলা প্রশাসক ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন।