রামুতে যুবককে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে৷ গত শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ৩টায় উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ও হামলার শিকার মোঃ হোসাইন বাদী হয়ে রামু থানায় অভিযোগ দায়ের করেছেন দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলার শিকার মোঃ হোসাইন কলঘর বাজার থেকে বাজার করে ইজিবাইক টমটম যোগে বাড়ি যাওয়ার পথে তেচ্ছিপুল আলফালা নুরানী একাডেমি মাদ্রাসার সামনে টমটমকে গতিরোধ করে মোঃ হোসাইনকে হামলা চালানো হয়। এ-সময় হামলায় অংশ নেয় মোঃ আজিজ, ওবাইদুল হক ও ফরিদুল আলম সহ অনেকে। পরে মোঃ হোসাইনের হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ব্যবসার ৪ লাখ টাকা নিয়ে ফেলেন মোঃ আজিজ মিয়া।
এসব বিষয়ের সত্যতা জানতে অভিযুক্ত মোঃ আজিজ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে অস্বীকার করে উল্টো অভিযোগ করে বলেন, ঘর বাড়িতে হামলা চালান এবং পরিবারের সদস্যদের মারধর করেন।