দেশের ১১টি ব্যাংকের মাধ্যমে আজ সোমবার (২ জুন) থেকে বিতরণ করা হচ্ছে নতুন টাকা। এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।
যেসব ব্যাংকে নতুন টাকা বিনিময় করা হবে, সেগুলো হলো-সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।
প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের এই নতুন নোট সীমিত পরিসরে নির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোতে মিলছে।