কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত দুই যুবক অবশেষে মুক্তিপণের টাকা দিয়ে ছাড়া পেয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ৭০ হাজার টাকা দিয়ে তাদের মুক্ত করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে হিমছড়ি ঢালা এলাকায় সশস্ত্র ডাকাতদল মোটরসাইকেল আরোহী মোক্তার আহমদ (৩০) ও হেলাল উদ্দিনকে (২৬) অপহরণ করে নিয়ে যায়।
খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল সংলগ্ন জঙ্গলে অভিযান চালালেও কোনো সাফল্য মেলেনি। স্থানীয়দের অভিযোগ, দুই ঘণ্টা দেরিতে গিয়ে পুলিশ শুধু লোক দেখানো অভিযান চালিয়েছে।
এদিকে রাত ১০টার দিকে সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিক অভিযান পরিচালনার দাবি জানিয়ে পুলিশ প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেন।
এদিকে ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন দাবী করেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছে।
কিন্তু শেষ পর্যন্ত প্রতিবারের মতো এবারও মুক্তিপণ দিয়ে অপহৃতদের মুক্তি দিতে হলো, আর প্রশাসনের অভিযান থেকে কোনো ফল মিলল না।