এনসিপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুগ্ম সদস্য সচিব এএসএম সুজা উদ্দিন টেকনাফ বন্দর দীর্ঘসময় বন্ধ থাকার কথাও তুলে ধরে বলেন, এই বিষয়ে স্থানীয় জনগণকে কারণ জানতে ও বুঝাতে হবে। মাদক নির্মূলের প্রয়াস হিসাবে তিনি প্রস্তাব করেন, মায়ানমারের অভ্যন্তরে থাকা ড্রাগ ডিলারদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহায়তায়—বিশেষ করে UNODC-এর মাধ্যমে—অপারেশন করে অঞ্চলকে মাদক মুক্ত করা হোক।
আরাকান আর্মি যদি বাংলাদেশের অভ্যন্তরে এসে আমাদের জেলেদের ওপর নির্যাতন চালায়, তা বরদাস্ত করা হবে না। তিনি টেকনাফে আজ অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বক্তব্যে সুজা উদ্দিন বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক বিস্তার ও গণমানুষের ন্যায্য হকের কথা নিয়ে তাদের আলাপ-আলোচনা চলবে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের মানুষের প্রবল আন্তরিকতাকে বিবেচনা করে বলেন, ঝুমবৃষ্টির মধ্যেও টিনের চালা ঘরে মা-খালারা যে ভালবাসার বহিঃপ্রকাশ করেছেন, তা বিরল ও মনোজ্ঞ।
সুজা উদ্দিন তার বক্তব্যে আরও বলেন, “আরাকান আর্মি আমাদের অভ্যন্তরে এসে আমাদের জেলেদের উপর যে অমানবিক নির্যাতন করেছে, তা আগামীতে বরদাস্ত করা হবে না।” তিনি প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ জানান যে সীমান্ত এলাকার মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং কোনো বহিরাগত শক্তি যেন দেশের অভ্যন্তরে অনধিকারভাবে নাক গলাতে না পারে তা নিশ্চিত করতে হবে।
রোহিঙ্গা সংকটকে একটি আন্তর্জাতিক সংকট উল্লেখ করে তিনি বলেন, এই সংকট দ্রুত সমাধান করতে হবে—কারণ কোন রোহিঙ্গা নিজ ইচ্ছায় এই দেশে আসেনি। তিনি বলেন, “উখিয়া—টেকনাফের মানবাধিকার বিঘ্নিতকারী সব কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। নাফ নদী, বঙ্গোপসাগর—এই অঞ্চলের মানুষের একটি নিশ্চিত হক আছে।”
বক্তব্যের শেষ ভাগে তিনি টেকনাফ—উখিয়ার মাটিকে রাজনৈতিক প্রয়োজনে উর্বর বলে আখ্যায়িত করে বলেন, “এখানে রাজনৈতিক সচেতন তরুণরা আছেন, যারা আগামীতে দেশের কাজে এগিয়ে আসতে চাই।” তিনি আশা প্রকাশ করেন যে স্থানীয় জনগণ ও নতুন প্রজন্ম নিজ এলাকায় উন্নয়ন ও মর্যাদা ফিরিয়ে আনতে উদ্যোগী হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা সংগঠক মোহাম্মদ ওমর ফারুক, টেকনাফ উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সায়েম সিকদার, যুগ্ম সমন্বয়কারী বাহা উদ্দিন। জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিকশক্তির নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 
















