মহেশখালী মাতারবাড়ির দক্ষিণ রাজঘাট এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইদের কোপে পা বিচ্ছিন্ন করে শামসুল আলম (৫৫) নামের একজনকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শামসুল আলমের সাথে তার আপন চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এই ঘটনায় সোমবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে বিরোধ বাঁধে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শামসুল আলমের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে মাতারবাড়ি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসুল আলমকে মৃত ঘোষণা করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহেশখালী থানা পুলিশ। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।