মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহেশখাশলী উপজেলা শাখার আহবায়ক জসিম উদ্দিন বিজয় ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বড় মহেশখালী ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ফরিদুল আলমকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। বিষয়টি টিটিএন-কে নিশ্চিত করেছে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের এই দুইজন কে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
ওসি মো. মজিবুর রহমান আরও জানান, যারা মহেশখালীর শান্ত পরিবেশকে ঘোলাটে করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে পুলিশ।
এর আগে ১৫ ডিসেম্বর রাতে বিজয় দিবসকে সামনে রেখে মহেশখালীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন। এসংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
নিজস্ব প্রতিবেদক 























