মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ আরফাত (৩৮) এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।
২৫ অক্টোবর ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মরহুম রিয়াদ মোহাম্মদ আরফাত একজন কর্মীবান্ধব বিশ্বস্থ ও একনিষ্ট ছাত্রনেতা ও যুবনেতা ছিলেন। ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলনে রিয়াদ সক্রিয় ভূমিকা রাখেন উল্লেখ করে তিনি বলেন মহেশখালী বিএনপি পরিবার একজন কর্মীবান্ধব যুবনেতাকে হারালো।
বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
যুবদলনেতা রিয়াদ মোহাম্মদ আরফাত ২৪ অক্টোবর সকালে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, পিতা, মাতা, ৩ বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।শনিবার দুপুর ২ টায় মাতারবাড়ী স্কুল মাঠে তার জানাজা সম্পন্ন হয়। এদিকে মহেশখালী উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি 



















