মহেশখালীতে রশিদ আহমেদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে মানববন্ধন করেছে উত্তর নলবিলার এলাকাবাসী।
বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার কালারমারছড়ার উত্তর নলবিলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারীপুরুষ শিশুসহ সমবেত বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে দোষীদের দ্রুত আটকের দাবী জানায়।
এসময় নিহত রশিদ আহমদের স্ত্রী খুরশিদা বেগম কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে বলেন, তার স্বামীর মূল হত্যাকারীদের এখনো প্রশাসন আটক করতে পারেনি, তিনি তার সন্তানও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। দোষীদের দ্রুত আটক করে শাস্তির আওতায় আনার দাবী জানান তিনি।
নিহত রশিদের সন্তান শাওন ও ইমা বলেন, তাদের বাবার হত্যাকারীদের যেন দ্রুত আটক করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে প্রশাসন।
এসময় শতশত নারীপুরুষ হাতে প্লেকার্ড নিয়ে স্লোগান দিয়ে প্রধান সড়ক অবরোধ করে। মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি প্রশাসন জড়িতদের গ্রেফতার না করে তাহলে পুনরায় মহেশখালীর প্রধানসড়ক অবরোধ করে মানববন্ধন করা হবে।
উল্লেখ্য, গত সোমবার (১৪ এপ্রিল) রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জের ধরে স্থানীয় ছাত্রলীগ নেতা ও তার ভাইয়ের লাঠির আঘাতে খুন হয় কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য রশিদ আহমেদ। ওইদিন বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত কামরুল হাসান কে আটক করে পুলিশে সোপর্দ করে।
এই ঘটনার পরদিন (মঙ্গলবার) ৮ জন কে আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।