মহেশখালী থানা পুলিশের অভিযানে ২ রাউন্ড কার্তুজ ও নগদ ৬৩ হাজার দুইশো টাকাসহ অহিদুল কাদের নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আটক অহিদুল ডাকাত দলের সদস্য।
রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত উপজেলার ধলঘাটার মুহুরিঘোনা এলাকা থেকে তাকে আটক করে হয় বলে নিশ্চিত করেন জেলা পুলিশের
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।
আটক অহিদুল কাদের ধলঘাটা মুহুরি ঘোনা এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক 





















