মহেশখালীর বড়ুয়া পাড়ায় সড়ক সংস্কার কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের এই কাজে পরিত্যক্ত ইট আর দুপাশ কাদামাটি দিয়ে ড্রেন আর রাস্তার মাঝখানে ফাঁকা রাখায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা শিপন বড়ুয়া অভিযোগ করে বলেন, এই সড়ক আগামী বর্ষা পর্যন্ত টিকবে কী না সন্দেহ রয়েছে। রাস্তা আর ড্রেনের মাঝখানে ফাঁকা থাকায় বৃষ্টি হলে সড়কের ইট নড়বড়ে হয়ে রাস্তা ভেঙে যাবে।
সরজমিনে দেখা যায় মহেশখালীর প্রধান সড়কস্থ উত্তর নলবিলা বড়ুয়া বাজার থেকে বড়ুয়াপাড়ার (কালারমারছড়া ২নং ওয়ার্ড) ২৭০ ফিটের সড়কে ইট বসানোর নিয়ম মানা হচ্ছে না। প্রস্থ ১২ ফিট ইট বসিয়ে রাস্তার কাজ শুরু করলেও ড্রেনের দুপাশে ফাঁকা রেখে মাটি দিয়ে রাস্তার কোনো অংশ ইট বসানো হচ্ছে ৮ ফিট কোথাও ৭ ফিট। পরিত্যক্ত ইট আর দুপাশে দেয়া হচ্ছে কাদামাটি।
কাজের তদারকির দায়িত্বে থাকা ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে স্থানীয় মহিলা মেম্বার ইসমত আরা বলতে পারবেন। এই কাজের ঠিকাদারী তার। এই বিষয়ে সংরক্ষিত নারী ইউপি সদস্যের (মহিলা মেম্বার) সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি মুঠোফোন বন্ধ করে দেন।
জানতে চাইলে মহেশখালী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউসার হোসেন বলেন, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের সড়ক উন্নয়ন কাজে অনিয়ম করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে সড়কের কাজে অনিয়ম করা হচ্ছে সড়কটির কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।