মহেশখালীতে টানা ১৩ ঘন্টা বিদ্যুৎবিহীন। বিকাল ৫ টায় বিদ্যুৎ সংযোগ চালু করার কথা থাকলেও রাত ৯ টার পরও বিদ্যুতের দেখা নেই।
গত সোমবার মহেশখালী মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ সংলগ্ন পল্লী বিদ্যুতের চারটি খুঁটি (পোল) পুড়ে যায়। তা সংস্কার করার জন্য বুধবার সকাল ৯ টাঃ থেকে বিকাল ৫ টাঃ পর্যন্ত বিদ্যুৎ না থাকার কথা জানায় মহেশখালী জোনাল অফিস।
কিন্তু বিকাল পেরিয়ে রাত ৯ অব্দি বিদ্যুৎ এর দেখা মিলছে না দ্বীপ উপজেলা মহেশখালীতে। এই বিষয়ে মহেশখালী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাজমুল হাসানের মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। এই রিপোর্ট লেখা অব্দি বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্ট দপ্তরের এই প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করছেন গ্রাহকরা। তারা জানান, পল্লী বিদ্যুৎ অফিসকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। মহেশখালীর মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ দিতে না পারা চরম দায়িত্বহীনতা।