মহেশখালী থানা পুলিশের অভিযানে একাধিক হত্যা মামলার আসামি খোকন কে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) দিবাগত ৩ টায় উপজেলার কালারমারছড়ার সামিরাঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।
আটক খোকন কালারমারছড়া মৃত মনসুর আলম প্রকাশ রসুর ছেলে। পুলিশের দাবি সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতো।
পুলিশ জানাই তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। আটক খোকনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান, পুলিশের এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক 


















