মহেশখালীতে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর মহেশখালী উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ প্রতিযোগীতার আয়োজন করে।
সোমবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে টাইম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামশুল আলম।
জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন
অংশগ্রহণকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন । মহেশখালী উপজেলাধীন টাইম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোয়ানক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরুনতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সর্বমোট ৬০ জন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে টাইম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে বানিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে পুরস্কার বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 
















