বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদায় জিয়াকে স্মরণ করবে ভারতের পার্লামেন্ট। বুধবার (২৮ জানুয়ারি) রাজ্যসভায় এই শ্রদ্ধা জানানো হবে।
রাজ্যসভার বুধবারের কার্যসূচিতে দেখা যায়, অধিবেশনে প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়াসহ মোট তিনজনের জন্য শোক প্রস্তাব তোলা হবে।
কার্যসূচি অনুযায়ী, ভারতের রাষ্ট্রপতির ভাষণের পর আধা ঘণ্টা পর সম্প্রতি প্রয়াত হওয়া নেতাদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করবেন।
কয়েকবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনসহ সবশেষ কয়েক দশকে দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিশেষ করে দেশের সংকটকালে ও গণতান্ত্রিক আন্দোলনের সময়।
ভারতীয় পার্লামেন্টে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত খালেদা জিয়ার দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক মর্যাদা এবং দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ–ভারত সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকার স্বীকৃতি প্রতিফলিত করে।
গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তাঁর জানাজায় কয়েক লাখ অংশ নেয়। জানাজা শেষে তাকে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
সূএ:বাংলা ট্রিবিউন
টিটিএন ডেস্ক: 





















