ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ‘প্রত্যাবাসন শুরু না হলে রোহিঙ্গা সংকট সমাধান হবে না’ আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই: সিইসি দ্বৈত বার্তা: বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের কূটনৈতিক রহস্য মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ফোরকান চমেকে মারা গেছেন সড়ক অবরোধ, ১ ঘন্টা পর স্বাভাবিক যান চলাচল কানের দুলের জন্যে প্রাণ কেড়ে নিলো কন্যা শি’শুর! শিক্ষকের মর্যাদা, শিক্ষার মান- দুটোই হোক সর্বোচ্চ অগ্রাধিকার সব প্রস্তুতি নিয়েও যেকারণে আন্তর্জাতিক ফ্লাইটে দেরি কক্সবাজার বিমানবন্দর ‘কুকুর’ ধরলো রাজমিস্ত্রীর ইয়াবা টেকনাফে মানব পাচারে ‘জিরো টলারেন্স’ বলছে বিজিবি পালংখালী জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমীর আনোয়ারী-ষড়যন্ত্র মোকাবেলা করে দাঁড়ি পাল্লার বিজয়ে ঐক্যবদ্ধ হোন টেকনাফে ১৪ মামলার পলাতক আসামী মুন্না র‍্যাবের হাতে গ্রেফতার বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র কমিটি অনুমোদন কক্সবাজার সৈকতে ‘লোক সমুদ্র’

বৈশাখের উত্তাপে পুড়ছে জনজীবন “ঘূর্ণিঝড় আসলেও তা মাসের শেষে”

প্রকৃতির বাতাসে উনুনের উত্তাপ। কক্সবাজারে বইছে মৃদু তাপপ্রবাহ। বৈশাখের শেষদিকে এসে সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৩৭ ডিগ্রির ঘরে। চলমান এই তাপ প্রবাহে সমুদ্রপৃষ্ঠেও ছড়িয়ে পড়ছে উত্তাপ। যার ফলে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়ের।

তবে ঘূর্ণিঝড় নিয়ে সুখবর দিয়েছেন কক্সবাজারের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান।

বঙ্গোপসাগরে কোন ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আছে কিনা জানতে চাইলে এই আবহাওয়াবিদ টিটিএন কে জানান,   বর্তমানে ঘূর্ণিঝড়ের কোন আশঙ্কা নেই। আগামী ১০-১২ দিনের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে নেই কক্সবাজারসহ সারাদেশ।

অন্যদিকে মে মাসের শেষে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনার কথাও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

তিনি বলেছেন, “মে মাসের শেষান্তে একটি ঘূর্ণিঝড় আসতেও পারে আবার নাও আসতে পারে।” বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা মাসের শেষে। আর লঘু চাপ থেকে ধাপে ধাপে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে কিনা এটিও বোঝা যাবে মে মাসের শেষ সপ্তাহের পূর্বাভাসে।

তবে ঘূর্ণিঝড়ের বিষয়ে ভিন্ন কথা জানিয়েছেন গবেষক মোস্তফা কামাল পলাশ।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ ঘূর্ণিঝড়ের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন। ফেসবুকে দেয়া ওই পোস্টে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাব্য সময়ের কথাও জানিয়েছেন তিনি।

পোস্টে এই আবহাওয়াবিদ জানান, মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘শক্তি’। এই নামটি শ্রীলঙ্কার দেয়া।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আরও জানিয়েছেন, ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানার প্রবল আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও দেশের খুলনা বিভাগের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

এর আগে মে মাসের দীর্ঘমেয়াদী এক পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের শঙ্কার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

তাই যেকোনো দুর্যোগ কিংবা আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে সরকারি সংস্থার উপর আস্থা রাখতে বলেছেন আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

বৈশাখের উত্তাপে পুড়ছে জনজীবন “ঘূর্ণিঝড় আসলেও তা মাসের শেষে”

আপডেট সময় : ০৮:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

প্রকৃতির বাতাসে উনুনের উত্তাপ। কক্সবাজারে বইছে মৃদু তাপপ্রবাহ। বৈশাখের শেষদিকে এসে সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৩৭ ডিগ্রির ঘরে। চলমান এই তাপ প্রবাহে সমুদ্রপৃষ্ঠেও ছড়িয়ে পড়ছে উত্তাপ। যার ফলে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়ের।

তবে ঘূর্ণিঝড় নিয়ে সুখবর দিয়েছেন কক্সবাজারের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান।

বঙ্গোপসাগরে কোন ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আছে কিনা জানতে চাইলে এই আবহাওয়াবিদ টিটিএন কে জানান,   বর্তমানে ঘূর্ণিঝড়ের কোন আশঙ্কা নেই। আগামী ১০-১২ দিনের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে নেই কক্সবাজারসহ সারাদেশ।

অন্যদিকে মে মাসের শেষে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনার কথাও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

তিনি বলেছেন, “মে মাসের শেষান্তে একটি ঘূর্ণিঝড় আসতেও পারে আবার নাও আসতে পারে।” বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা মাসের শেষে। আর লঘু চাপ থেকে ধাপে ধাপে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে কিনা এটিও বোঝা যাবে মে মাসের শেষ সপ্তাহের পূর্বাভাসে।

তবে ঘূর্ণিঝড়ের বিষয়ে ভিন্ন কথা জানিয়েছেন গবেষক মোস্তফা কামাল পলাশ।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ ঘূর্ণিঝড়ের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন। ফেসবুকে দেয়া ওই পোস্টে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাব্য সময়ের কথাও জানিয়েছেন তিনি।

পোস্টে এই আবহাওয়াবিদ জানান, মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘শক্তি’। এই নামটি শ্রীলঙ্কার দেয়া।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আরও জানিয়েছেন, ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানার প্রবল আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও দেশের খুলনা বিভাগের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

এর আগে মে মাসের দীর্ঘমেয়াদী এক পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের শঙ্কার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

তাই যেকোনো দুর্যোগ কিংবা আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে সরকারি সংস্থার উপর আস্থা রাখতে বলেছেন আবহাওয়া অধিদপ্তর।