প্রবল বর্ষণে মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে উপজেলার কালারমারছড়া, শাপলাপুর, ছোটমহেশখালী, হোয়ানক, ধলঘাটা ও মাতারবাড়ীতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে পানের বরজ ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় চাষীরা।
বৈরি আবহাওয়ার কারণে ভোর থেকে কয়েকঘন্টা মহেশখালী-কক্সবাজার নৌপথে যানচলাচল বন্ধ ছিল।
এদিকে, প্রবল বর্ষণের কারণে মহেশখালীতে অনুষ্ঠিতব্য ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আজকের ফুটবল খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ্।
নিজস্ব প্রতিবেদক 



















