কক্সবাজারের পেকুয়ায় মোটরসাইকেল- কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামীও।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাঁশখালীর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় এক নারী। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্বামীও৷
পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মহিলার লাশ উদ্ধার করেছে এবং আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, মোটরসাইকেল- কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক মহিলার লাশ উদ্ধার করা হয়। দূর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।