কক্সবাজারের পেকুয়ায় চাঁদাবাজি মামলায় এহতেশামুল হক নামের এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (২০ আগস্ট) সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
এহতেশামুল হক পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বারবাকিয়া ইউপির ফাঁশিয়াখালী এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
তথ্য সংগ্রহে জানা গেছে, বিগত ২০১৮ সালে পেকুয়া বাজারের আমির হোসেন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৬ লক্ষ টাকা চাঁদা দাবির ঘটনায় ৫জনকে আসামি করে একটা চাঁদাবাজি মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।
আদালত মামলাটি আমলে নিয়ে পিআইবি ও সিআইডি কক্সবাজার পৃথক প্রতিবেদন দাখিল করেন। বুধবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির দীর্ঘ শুনানির পর ওই মামলার প্রধান আসামী পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মিফতাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার দীর্ঘ শুনানির পর বিজ্ঞা আদালত প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা এহতেশামুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া মামলার শুনানি শেষে অপর আসামীদের জামিন দেয়া হয়।
রেজাউল করিম, পেকুয়া 



















