উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে থাইংখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক এনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহাম্মদ আনোয়ারী। এতে সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন জামায়াতের আমীর আবুল আলা রোমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেছেন, দেশ আজ এক সংকটময় মুহূর্ত পার করছে। দেশের স্বার্থ রক্ষায় ঝুঁকি নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যের শক্ত ভিত্তি তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে তরুণ সমাজ ও সাধারণ মানুষের বিজয়ের সূচনা হয়েছে, এখন সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আসন্ন নির্বাচনে সেই সুযোগ কে কাজে লাগিয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক, শ্রমিক নেতা মুহাম্মদ শাহাজান, উপজেলা বিএম সেক্রেটারি মনসুর আলম ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কবির আহাম্মদ।
এছাড়া বক্তব্য রাখেন জামায়াত নেতা ফরিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আক্তার, গফুর উল্লাহ, মাওলানা নুরুল আমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত হন।