উখিয়া’র ইমামের ডেইলের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করার কথা জানিয়েছে ৬৪ বিজিবি।
শনিবার (১২ জুলাই) ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সন্দেহ হয় বিজিবির। এসময় তল্লাশী করা হলে কারের আরোহী নূর মোহাম্মদ (৪৯)কে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার স্বীকারোক্তির ভিত্তিতে পায়ুপথ থেকে দুইটি কালো রঙ্গের বায়ুবিরোধী প্যাকেট থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটককে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
আটক নূর মোহাম্মদ টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি’র ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী।
হাসান সিদ্দিকী বলেন, নূর মোহাম্মদকে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হয়েছে।