স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় টেকনাফের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কে মারধর করেছে বখাটেরা।
মারধরে আহত স্কুলের বাংলা শিক্ষক রিপন কুমার জানায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর ছাত্রীরা যখন বাড়ী ফিরছিলো তখন মোটরসাইকেল যোগে এসে দুই তরুন ছাত্রীদের ইভটিজিং করে।এসময় তাদের বাঁধা দিলে এই শিক্ষককে মারধর করে তারা পালিয়ে যায়। এসময় তিনি তাদের ছবি তুলে রাখেন বলে জানান।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবছার কামাল জানান,ছবি দেখে হামলাকারিদের চিহ্নিত করা গেছে, তারা স্থানীয় একজনের নাম মিজান, অপরজন নুর কবির। তিনি জানান,বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে এঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হ্নীলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকের। তারা বলছে, স্কুলে আসা যাওয়ার পথে বখাটেদের উৎপাত বন্ধ করার পাশাওাশি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা আহবান জানান। অন্যদিকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে শিক্ষার্থীরা।
নিজস্ব প্রতিবেদক: 



















