টেকনাফ সীমান্তের নাফ নদীতে সাঁতরে ইয়াবার চালান ওপার থেকে বাংলাদেশে আনার সময় বিজিবির অভিযানে জব্দ করা হয় ২ লাখ ৪০ হাজার ইয়াবা।
শনিবার দিবাগত গভীর রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এই ইয়াবাগুলো জব্দ করা হয় বলে দাবি করে বিজিবি।
এ সময় তিন পাচারকারী ইয়াবাগুলো রেখে আবারো সাঁতরিয়ে মিয়ানমারের দিকে চলে যায় বলে জানায় বিজিবি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গভীররাতে টেকনাফের নাফনদীর জালিয়ার দ্বীপ ও শোয়ার দ্বীপের মধ্যবর্তী জলসীমা দিয়ে মিয়ানমার থেকে তিন পাচারকারী ইয়াবার চালান নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির সদস্যরা ধাওয়া করলে তিন পাচারকারী ইয়াবাগুলো সাগরে ভাসিয়ে দিয়ে আবারো সাঁতরে মিয়ানমারের জল সীমায় ঢুকে যায়।
বিজিবি বলছে পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের সনাক্ত করা হয়েছে। টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলো—হ্নীলার জাদিমোড়া এলাকার মৃত সোলতান আহমদের ছেলে আব্দুর রহিম বাদশা (৪২), দমদমিয়া এলাকার নুর আলমের ছেলে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৬) ও একই এলাকার ইসমাইলের ছেলে
জসিম উদ্দিন (২৫)।