মহেশখালীর ধলঘাটার শের আলী হত্যা মামলার আসামী আজিজুর রহমান (২৪) কে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৭:ডিসেম্বর) রাজধানীর রমনা থানার মৎস্য ভবন এলাকা থেকে র্যাব-১৫ ও র্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম.ফারুক।
তিনি জানান,জমি সংক্রান্ত বিরোধের জেরে ধলঘাটা ইউনিয়নের সাপমারার ডেইলে ২৬ নভেম্বর বিকেলে প্রতিপক্ষের ৭/৮ জনের একটি দল শের আলীর উপর দেশীয় অস্ত্র,দা কিরিচ,লোহার রড,ছুরি দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে মহেশখালী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় চমেকে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ ডিসেম্বর শের আলী মৃত্যুবরন করেন।
এঘটনায় নিহত শের আলীর পুত্র বাদী হয়ে মহেশখালী থানায় হত্যা মামলা দায়ের করলে আসামীদের ধরতে র্যাব ১৫ তৎপরতা বৃদ্ধি করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এ হত্যা মামলার ৩ নং আসামী আজিজুর রহমান কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার হওয়া আসামী আজিজুর রহমান, ধলঘাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাপমারার ডেইলের মৃত কাশেম আলীর পুত্র।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডিএমপির খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব -১৫ এর এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : 














