টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশ ফের ভাঙতে শুরু করেছে। সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে সাবরাং জিরো পয়েন্ট, শাহপরীর দ্বীপ ও মহেশখালীয়াপাড়া নৌ-ঘাট এলাকা একাধিক অংশে ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, জোয়ারের সময় সাগরের লবণাক্ত পানি ঢুকে কৃষিজমিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘমেয়াদী টেকসই বেড়িবাঁধ প্রকল্প হাতে না নিলে ভাঙন প্রতিরোধ সম্ভব নয়।
ইউপি সদস্য মোঃ সেলিম বলেন, ভাঙন কবলিত স্থানে বাংলাদেশ সেনাবাহিনী মেরামতে কাজ করছে, তবে এটির দীর্ঘস্থায়ী সমাধান চাই’।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, মেরিন ড্রাইভ সড়কের কিছু অংশে ভেঙেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বর্ষনে প্রবল ঢেউয়ে ভাঙনের মাত্রা আরও ভয়াবহ হয়ে ওঠে।