ডাক্তার (বিডিএস) হলেন টেকনাফের হ্নীলার সন্তান শফিকুল ইসলাম। সম্প্রতি প্রকাশিত ঢাকা ইউনিভার্সিটি মেডিসিন অনুষদের সদ্য বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ফাইনাল পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়ে চিকিৎসা পেশায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সে।
শফিকুল ইসলাম টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার হাজী নুর মোহাম্মদ সওদাগর ও গুল বাহার বেগমের সন্তান। তিনি হ্নীলা শাহ্ মজিদিয়া আলিম মাদ্রাসা থেকে জেডিসি, কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে এসএসসি, ঢাকার উত্তরা হাইস্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি এবং সবশেষ ঢাকা ইউনিভার্সিটি মেডিসিন অনুষদ এর সদ্য বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) থেকে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হযলো।
শফিকুল ইসলাম বলেন, আমি প্রথম পড়াশোনা করেছি কওমী মাদ্রাসা থেকে, সেই সময় একদিন হ্নীলা গুলফরাজ হাশেম ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে উনাদের ফ্রি মেডিকেল সেবা দেখে এবং মরহুম ডাঃ জামাল আহমেদ এর অনুপ্রেরণায় ডাক্তার হওয়ার প্রচন্ড ইচ্ছা জাগে এবং সেদিন আমি মনে মনে শপথ নিয়েছিলাম একদিন আমিও মানবসেবায় নিয়োজিত হব, সেদিন থেকে আমি নিজে নিজে প্রতিজ্ঞা করে ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হলো।
নোমান অরুপ 














