বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের টেকনাফ সদর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুব বিভাগের সভাপতি জাহাঙ্গীর আলম। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি নুরুল আবছার এবং সভাপতিত্ব করেন রবিজ আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সদর ইউনিয়নের সহসভাপতি প্রবাসী মুহাম্মদ শাহ জাহান।
সভায় আগামী ২০২৫-২০২৬ সালের জন্য টেকনাফ সদর ইউনিয়ন যুব জামায়াতের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি রবিজ আহমদ, সহ-সভাপতি নুরুল আবছার, মফিজ উদ্দিন, জসিম উদ্দিন।সেক্রেটারি মুহাম্মদ হারুন, সহ-সেক্রেটারি মঞ্জুর আলম। বায়তুলমাল সম্পাদক হাফেজ জসিম উদ্দিন, সহ-বায়তুলমাল সম্পাদক গুরা মিয়া।
সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সবুজ, প্রশিক্ষণ সম্পাদক সেলিম উল্লাহ। অফিস সম্পাদক মুহাম্মদ হারুন, প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াসিন। ক্রীড়া সম্পাদক মকবুল আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক মুহাম্মদ জোনায়েদ।সাংস্কৃতিক সম্পাদক হাফেজ জুবাইর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওহীদুল মোস্তফা। সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম। সদস্য হিসেবে মুহাম্মদ উল্লাহ ও এরশাদুর রহমান।
সভাটি হাফেজ জিয়াউল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে হাফেজ জসিম উদ্দিনের মুনাজাতে সমাপ্ত হয়।