কক্সবাজার টেকনাফে ৭০,০০০ ( সত্তুর হাজার) পিস ইয়াবা সহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
শুক্রবার(২৩মে) রাতে টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
র্যাব ১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
কক্সবাজার টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় ইয়াবার একটি বড় চালান নিয়ে যাওয়ার পথে
র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ৭০,০০০ পিস ইয়াবা ও একটি বাটন ফোনসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করে।
আটক মাদককারবারী টেকনাফের মুন্ডার ডেইল এলাকার পশ্চিম সাগর পাড়ার শামসুল আলমের স্ত্রী ছেনুয়ারা বেগম।
আটককৃতকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব -১৫।