টেকনাফের হোয়াইক্যং কুতুবদিয়া পাড়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানিয়েছেন- ১৯ ডিসেম্বর ভোরে কুতুবদিয়া পাড়া এলাকার প্রবাসী করিম উল্লাহর বসত বাড়িতে বিশেষ অভিযান পরিচালনাকালে তার স্ত্রী মোস্তফা খাতুন মুন্নির শয়ন কক্ষ থেকে আশি হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছে। মাদক কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : 














