ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা রুমিন ফারহানা-নীরবসহ ৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সেন্টমার্টিনগামী জাহাজে যৌথ অভিযান কোস্টগার্ডের খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক খালেদা জিয়ার স্মৃতিচিহ্ন এবং একটি চেয়ার বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদার সেবাসঙ্গী ফাতেমা খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর

কক্সবাজারের টেকনাফ উপজেলার দুটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের অর্ধশতাধিক ঘর আগুনে পুড়ে গেছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা ও আলীখালীর ২৪-২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যবর্তী এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে টেকনাফ ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন জানান।

তিনি বলেন, “আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।”

১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বলেন, “আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আশ্রয়শিবিরে অর্ধশতাধিক ঘর আগুনে পুড়ে গেছে।”

ঘটনার বর্নণায় টেকনাফের লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, রাতে হঠাৎ করে তার শিবিরে আগুন জ্বলে উঠে। প্রায় ৫০টির মতো ঘর আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস দ্রুত কাজ করায় বাকি ঘরগুলো রক্ষা পায়।

তিনি বলেন, “ক্যাম্পে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সুত্রপাত হয়েছে।”

ক্যাম্পের বাসিন্দা আবুল ফয়েজ বলেন, “আশ্রয়শিবিরে বাঁশ ও ত্রিপল দিয়ে নির্মাণ করা ঘরগুলো একটির সঙ্গে অন্যটি লাগানো। যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

“তবে আগুনের অনেক তীব্রতা ছিল। কিভাবে আগুন লেগেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।”

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের লেদা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, “আগুনে এফ-ব্লক ও সি (এ)-ব্লকে বেশ কিছু ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো সংগ্রহ করা হয়নি।”

সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর

আপডেট সময় : ০২:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার দুটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের অর্ধশতাধিক ঘর আগুনে পুড়ে গেছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা ও আলীখালীর ২৪-২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যবর্তী এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে টেকনাফ ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন জানান।

তিনি বলেন, “আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।”

১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বলেন, “আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আশ্রয়শিবিরে অর্ধশতাধিক ঘর আগুনে পুড়ে গেছে।”

ঘটনার বর্নণায় টেকনাফের লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, রাতে হঠাৎ করে তার শিবিরে আগুন জ্বলে উঠে। প্রায় ৫০টির মতো ঘর আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস দ্রুত কাজ করায় বাকি ঘরগুলো রক্ষা পায়।

তিনি বলেন, “ক্যাম্পে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সুত্রপাত হয়েছে।”

ক্যাম্পের বাসিন্দা আবুল ফয়েজ বলেন, “আশ্রয়শিবিরে বাঁশ ও ত্রিপল দিয়ে নির্মাণ করা ঘরগুলো একটির সঙ্গে অন্যটি লাগানো। যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

“তবে আগুনের অনেক তীব্রতা ছিল। কিভাবে আগুন লেগেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।”

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের লেদা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, “আগুনে এফ-ব্লক ও সি (এ)-ব্লকে বেশ কিছু ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো সংগ্রহ করা হয়নি।”

সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম