টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাথং তংচইঙ্গা (৫৫)’কে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৭ ডিসেম্বর) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাঘোনা এলাকা হতে তাকে গ্রেফতার করে র্যাব-১৫ এর হোয়াইক্যং সিপিসির একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃত বাথং তংচইঙ্গা (৫৫), হোয়াইক্যং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নয়াপাড়া লম্বাঘোনার অং সাং এর পুত্র।
তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫ এর সহকারী পরিচালক
আ.ম. ফারুক।
নিজস্ব প্রতিবেদক: 























