টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় সংঘটিত আলোচিত নুরুল হক ওরফে ভুট্টো হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ রিদুয়ান (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতারকৃত মোহাম্মদ রিদুয়ান (২৮) টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার বাসিন্দা এবং ফজল আহাম্মদের ছেলে। তিনি নুরুল হক ওরফে ভুট্টো হত্যা মামলাসহ টেকনাফ মডেল থানায় দায়েরকৃত মোট তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আ. ম. ফারুক।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৫ মে ২০২২ সালে সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় নুরুল হক ওরফে ভুট্টো (৩৫)-এর ওপর প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং কুপিয়ে তার ডান পা বিচ্ছিন্ন করে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় নুরুল হককে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল হক টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে।
এ ঘটনায় পরদিন ১৬ মে ২০২২ সালে নিহতের ভাই বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী ও র্যাব-১৫ যৌথভাবে তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এ সময় অভিযুক্তরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।
এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১৫ এর একটি দল ১৭ ডিসেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নুরুল হক ওরফে ভুট্টো হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ রিদুয়ান (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 










