সম্প্রতি কক্সবাজারের টেকনাফে অনুষ্ঠিত বিএনপির একাংশের মশাল ও কাফন মিছিলকে আওয়ামী লীগের কর্মসূচী বলে প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ৯ নভেম্বর জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ কক্সবাজার -৪ (উখিয়া টেকনাফ) আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় তাঁর সমর্থকেরা একটি কাফন-মশাল মিছিল ও সড়ক অবরোধ করে। কিন্তু এই মিছিলের ভিডিওটি ফেসবুকে আওয়ামী লীগের পরিচয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে।
Helal Akbar Chowdhury নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলটির ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, “কাফন মিছিল, শেখ হাসিনার সৈনিকরা”।
মিছিলের পোশাক, ব্যানার এবং রাজনৈতিক স্লোগানের সঙ্গে ক্যাপশনের দেওয়া তথ্যের কোনো মিল না থাকায় সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে তীব্র ট্রল ও সমালোচনা শুরু হয়েছে।
নেটিজেনরা এই বিভ্রান্তিকর প্রচারের নিন্দা জানাচ্ছেন এবং এটিকে রাজনৈতিক অপপ্রচার হিসেবে আখ্যা দিচ্ছেন।
এ ধরনের ভুল তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকে।
নোমান অরুপ 


















