টেকনাফে সাগরে ধরা পড়লো ১০৯ মণ ছুরি মাছ। মাছগুলো ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টায় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া ঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা সমুদ্রে মাছ ধরতে যান। ১টার দিকে জাল টেনে কূলে ফিরলে এই মাছগুলো পাওয়া যায়।
মৌলভী হাফেজ আহমদ এর মালিকানাধীন টানা জালে ধরা পড়া ১০৯ মণ ছুরি মাছ প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকা দরে স্থানীয় ব্যবসায়ী এখলাস মিয়া ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন। মাছগুলো শুঁটকি তে রুপান্তরিত করে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে তিনি জানান।
টানা জালের মালিক হাফেজ আহমদ বলেন, আমি দু’টি মাদ্রাসা পরিচালনা করি। প্রত্যেক মাদ্রাসার সভায় একটি করে গরু দেই। গতকাল মাদ্রাসার জন্য গরু কিনেছি, কিন্তু টাকা পরিশোধ করতে পারিনি। এসময় পেলাম এই মাছ। প্রতি বছর আমার জালে এমন সময় প্রচুর মাছ ধরা পড়ে।
স্থানীয় মাছ ব্যবসায়ী এখলাস মিয়া বলেন, আমি প্রায় পঁচিশ বছর ধরে মাছের ব্যবসায় জড়িত। শীতকালীন এই মৌসুমে সমুদ্রে প্রচুর মাছ পাওয়া যায়। এসব মাছ আমি প্রতি মণ সাড়ে সাত হাজার টাকায় ক্রয় করেছি। মাছগুলো পরিষ্কার করে শুঁটকি বানানো হবে। পরে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হবে।
জালের মাঝি মো. ইসলাম জানান, এই মৌসুমে দীর্ঘদিন ধরে আমরা মাছ কম পেয়ে আসছিলাম। আজ সকাল ৮টায় মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে যাই। প্রায় ১০ লাখ টাকার মাছ ধরা পড়েছে। আজ আমরা সত্যিই অনেক খুশি।
নোমান অরুপ 


















