ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত আরাকান আর্মির উপর জান্তার বিমান হামলা: প্রকম্পিত এপারের সীমান্ত এলাকা কাজের কথা বলে তিন রোহিঙ্গা অপহরণ, মুক্তিপণ আদায়; রামুতে একজন আটক সাগরতীরে সংস্কৃতি কর্মীদের মিলনোৎসব: সম্প্রীতির বন্ধনে এগিয়ে যেতে হবে-কাজল টেকনাফে ধরা পড়লো ১০৯ মণ ছুরি মাছ: ৮ লাখ টাকায় বিক্রি উদ্বোধন হলো WWW.KAZALBNP.COM নামের ওয়েব পোর্টাল: কক্সবাজারে প্রথম কোনো এমপি প্রার্থীর ওয়েবসাইট মহেশখালীতে ডাকাতের কবলে পড়া ২ মাঝি উদ্ধার: আটক ১ আমরা কাকে ভোট দেব; তা নয়, আমরা কী জন্য ভোট দেব? শীতে যে সব রোগের ঝুঁকি থাকে : প্রতিরোধে করনীয় টেকনাফে সং’ঘ’র্ষে উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প, নিহত এক রবিবার শহরের যে সব এলাকায় বিদ্যুত থাকবে না সাংবাদিক এস. এম. হান্নান শাহের জানাজা রাত ৮ টায় চকরিয়ার বাটাখালীতে আজকের বাজারে সোনার দাম আপিলে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

টেকনাফে ধরা পড়লো ১০৯ মণ ছুরি মাছ: ৮ লাখ টাকায় বিক্রি

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ১০:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • 174

টেকনাফে সাগরে ধরা পড়লো ১০৯ মণ ছুরি মাছ। মাছগুলো ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টায় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া ঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা সমুদ্রে মাছ ধরতে যান। ১টার দিকে জাল টেনে কূলে ফিরলে এই মাছগুলো পাওয়া যায়।

মৌলভী হাফেজ আহমদ এর মালিকানাধীন টানা জালে ধরা পড়া ১০৯ মণ ছুরি মাছ প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকা দরে স্থানীয় ব্যবসায়ী এখলাস মিয়া ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন। মাছগুলো শুঁটকি তে রুপান্তরিত করে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে তিনি জানান।

টানা জালের মালিক হাফেজ আহমদ বলেন, আমি দু’টি মাদ্রাসা পরিচালনা করি। প্রত্যেক মাদ্রাসার সভায় একটি করে গরু দেই। গতকাল মাদ্রাসার জন্য গরু কিনেছি, কিন্তু টাকা পরিশোধ করতে পারিনি। এসময় পেলাম এই মাছ। প্রতি বছর আমার জালে এমন সময় প্রচুর মাছ ধরা পড়ে।

স্থানীয় মাছ ব্যবসায়ী এখলাস মিয়া বলেন, আমি প্রায় পঁচিশ বছর ধরে মাছের ব্যবসায় জড়িত। শীতকালীন এই মৌসুমে সমুদ্রে প্রচুর মাছ পাওয়া যায়। এসব মাছ আমি প্রতি মণ সাড়ে সাত হাজার টাকায় ক্রয় করেছি। মাছগুলো পরিষ্কার করে শুঁটকি বানানো হবে। পরে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হবে।

জালের মাঝি মো. ইসলাম জানান, এই মৌসুমে দীর্ঘদিন ধরে আমরা মাছ কম পেয়ে আসছিলাম। আজ সকাল ৮টায় মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে যাই। প্রায় ১০ লাখ টাকার মাছ ধরা পড়েছে। আজ আমরা সত্যিই অনেক খুশি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

This will close in 6 seconds

টেকনাফে ধরা পড়লো ১০৯ মণ ছুরি মাছ: ৮ লাখ টাকায় বিক্রি

আপডেট সময় : ১০:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

টেকনাফে সাগরে ধরা পড়লো ১০৯ মণ ছুরি মাছ। মাছগুলো ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টায় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া ঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা সমুদ্রে মাছ ধরতে যান। ১টার দিকে জাল টেনে কূলে ফিরলে এই মাছগুলো পাওয়া যায়।

মৌলভী হাফেজ আহমদ এর মালিকানাধীন টানা জালে ধরা পড়া ১০৯ মণ ছুরি মাছ প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকা দরে স্থানীয় ব্যবসায়ী এখলাস মিয়া ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন। মাছগুলো শুঁটকি তে রুপান্তরিত করে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে তিনি জানান।

টানা জালের মালিক হাফেজ আহমদ বলেন, আমি দু’টি মাদ্রাসা পরিচালনা করি। প্রত্যেক মাদ্রাসার সভায় একটি করে গরু দেই। গতকাল মাদ্রাসার জন্য গরু কিনেছি, কিন্তু টাকা পরিশোধ করতে পারিনি। এসময় পেলাম এই মাছ। প্রতি বছর আমার জালে এমন সময় প্রচুর মাছ ধরা পড়ে।

স্থানীয় মাছ ব্যবসায়ী এখলাস মিয়া বলেন, আমি প্রায় পঁচিশ বছর ধরে মাছের ব্যবসায় জড়িত। শীতকালীন এই মৌসুমে সমুদ্রে প্রচুর মাছ পাওয়া যায়। এসব মাছ আমি প্রতি মণ সাড়ে সাত হাজার টাকায় ক্রয় করেছি। মাছগুলো পরিষ্কার করে শুঁটকি বানানো হবে। পরে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হবে।

জালের মাঝি মো. ইসলাম জানান, এই মৌসুমে দীর্ঘদিন ধরে আমরা মাছ কম পেয়ে আসছিলাম। আজ সকাল ৮টায় মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে যাই। প্রায় ১০ লাখ টাকার মাছ ধরা পড়েছে। আজ আমরা সত্যিই অনেক খুশি।