টেকনাফের সাবরাং চান্দুলি পাড়ায় অভিযান চালিয়ে অপহৃত কলেজ ছাত্র হাসান শরীফ ওরফে তাহসিনকে (২৪) উদ্ধার করেছে র্যাব।
র্যাব-১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) আ.ম. ফারুক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন- ৯ নভেম্বর টেকনাফ সরকারী ডিগ্রী কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র হাসান শরীফ ওরফে তাহসিনকে টেকনাফ পৌরসভার মায়মুনা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৪-৫জন অপহরণকারী তুলে নিয়ে যায়৷ এর পর তাঁর পরিবার টেকনাফ সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরী করেন।
আ.ম. ফারুক জানান- অপহরণকারীরা ভিকটিমের মায়ের নাম্বারে নানা সময়ে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ চায়। অন্যথায় হত্যার হুমকি দেয়৷ এসব বিষয় নিয়ে র্যাবের সহযোগীতা চাইলে র্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারী এবং ভিকটিমের অবস্থান নিশ্চিত করে উপজেলার সাবরাং ইউনিয়নেে চান্দলী পাড়া কালুর বসত ঘরে আভিযান পরিচালনা করে কলেজ ছাত্র হাসান শরীফ তাহসীনকে উদ্ধার করে।
এ সময় র্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এ ঘটনায় অপহৃত হাসান শরীফ তাহসীন বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 



















