দীর্ঘ প্রতিক্ষার পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ,চাকসুর নির্বাচন। এ নির্বাচনে সম্প্রীতির শিক্ষার্থী জোটের হয়ে ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন পেকুয়ার মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ শাওন।
মোহাম্মদ শাওন পেকুয়া সদর ইউপির মাতবরপাড়া এলাকার নাজেম উদ্দিনের ছেলে। শিক্ষা জীবনে সে ২০১৯ সালে পেকুয়া মডেল সরকারি জি.এম.সি ইনস্টিটিউশন থেকে এসএসসি এবং ২০২১ সালে চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়৷ বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী।
এছাড়াও সে একজন অ্যাথলেট ও ফুটবল খেলোয়াড়। স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনে ক্রীড়া প্রতিযোগিতায় তার রয়েছে বেশকিছু অর্জন।
চাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শাওন বলেন, আমি একজন বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলোয়াড় এবং অ্যাথলেট। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে আমি ক্রীড়ার সাথে সবসময় সক্রিয় ছিলাম এবং আছি। তাই বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ার ক্ষেত্রে কাজ করার অনেক সুযোগ আছে। তাই আমি বিশ্ববিদ্যালয়ের একজন ফুটবল খেলোয়াড় ও অ্যাথলেট হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্টা করতে সকলের সহযোগিতা কামনা করছি।