চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে বাজিমাত করেছেন পেকুয়ার মোহাম্মদ শাওন। শিবির সমর্থিত সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে তিনি এই পদে বিজয়ী হয়েছেন।
বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সর্বাধিক ৪,৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন শাওন। বিজয়ের পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ শাওন বলেন, “প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তায়ালার দরবারে। তাঁর অশেষ রহমতে আমি বিজয়ী হয়েছি। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, যাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি।
এই বিজয় আমার নয়, সকল ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের। আমি তাদের অধিকার প্রতিষ্ঠা এবং ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।” মোহাম্মদ শাওন পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকার নাজেম উদ্দিনের ছেলে।
তিনি ২০১৯ সালে পেকুয়া মডেল সরকারি জি.এম.সি ইনস্টিটিউশন থেকে এসএসসি এবং ২০২১ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী।
ছাত্র রাজনীতির পাশাপাশি শাওন দীর্ঘদিন ধরে খেলাধুলার সঙ্গে যুক্ত। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন একাধিক পুরস্কার ও স্বীকৃতি।
রেজাউল করিম, পেকুয়া 

























