বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চকরিয়া পৌরসভা মহিলা দলের চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি করা হয়েছে রিফাত সাবরিনা হায়দার’কে সাধারণ সম্পাদক এডভোকেট ডলি সিদ্দিকি,সিনিয়র সহ-সভাপতি রাশেদ বেগম আর সাংগঠনিক সম্পাদক জন্নাতুল মোস্তফা শিরিন আক্তারকে।
আজ বুধবার ২৫ ডিসেম্বর কক্সবাজার জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি হালেছা বেগম,সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় পৌরসভা মহিলা দলের সভাপতি রিফাত হায়দার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি সালা্হউদ্দিন আহমদ এবং কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি,সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,পৌরসভা মহিলা দলকে মডেল এবং শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে।আগামী জাতীয় নির্বাচনে ধানের শীর্ষের জয়ের লক্ষ্যে এখন থেকে কাজ করে যাবো।