চকরিয়া কাকারায় পুকুরে ডুবে আবদুল্লাহ আল রাইয়ান (২)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) উপজেলার কাকারা ইউনিয়নের দরগাঁহ রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
শিশু রায়যান ইসলামী বক্তা হাফেজ নুরখান উদ্দীনের সন্তান।
নিহতের স্বজনরা জানায়, সকালে সে বাড়ির উঠানে খেলা করছিল।ধারণা করা হচ্ছে বাড়ি সংলগ্ন পুকুরে খেলার এক পর্যায়ে পড়ে যায়। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন-শিশুটি খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা যায়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারে পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বেড়েছে। বিশেষ করে চকরিয়া পেকুয়া ও কুতুবদিয়া উপজেলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে বেশী।
নিজস্ব প্রতিবেদক : 

























