দীর্ঘদিন ধরে চকরিয়ার বিভিন্ন হাসপাতালের সামনে দাঁড়িয়ে রোগীদের হাতে থাকা চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি সহ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে স্বজনদের সঙ্গে দেনদরবার করে দালাল চক্র ।
এতে করে চিকিৎসা নিতে আসা মানুষ একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।অন্যদিকে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিলো।
বিষয়টি প্রশাসনের নজরে আসলে চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে মো: রফিকুল ইসলাম নামে এক দালালকে আটক করে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
তবে এখনো এই চক্রের অনেকেই অধরা থেকে গেছে।অভিযানকালে যত্রতত্র গড়ে ওঠা পৌরশহরের বেসরকারি ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার ও ফার্মেসীর লাইসেন্স না থাকা, অপরিষ্কার পরিবেশ ও অব্যবস্থাপনার জন্য ৮২০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়৷
বরিবার ১৪ সেপ্টেম্বর বিকেলে পৌরশহরের চিরিংগায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সুজন ত্রিপুরা,সহকারী সার্জন আরিফুল ইসলাম সহ থানা পুলিশের একটি টিম সাথে ছিলো।