চকরিয়া-লামা-আলীকদম সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় জড়িত ৪ ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসের দীঘি এলাকার লামা-আলীকদম রোড সংলগ্ন গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটককৃতদের কাছ থেকে ১ টি দেশীয় তৈরী থ্রি কোয়াটার এলজি, ১ টি দেশীয় তৈরী লোহার পাইপগান, ১টি তাজা কার্তুজ, ৫টি বিভিন্ন সাইজের দা ও রাম দা উদ্ধার করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
আসামীরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং চকরিয়ার বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে বলে পুলিশ জানায় ।
গেলো ২৮ সেপ্টেম্বর রাতে চকরিয়ার ফাঁসিয়াখালীর হাসেরদীঘি এলাকার চকরিয়া-লামা-আলীকদম সড়কে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সড়কে গাছ ফেলে বাঁধা যাতায়াতকারি যাত্রীবাহী বাস আটকে ডাকাতির চেষ্টা করে। এসময় পুলিশ ও স্থানীয় জনতা উপস্থিত হলে ডাকাতদল গাড়ির গ্লাস ভাঙচুর করে ও যাত্রীদের মারধর করে সড়কের পাশের গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে এ নিয়ে চকরিয়া থানায় একটি মামলা রুজু হয়।