চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৫টি দেশীয় ধারালো অস্ত্রসহ মোঃ রোকন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার ডুলাহাজারা বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডুলাহাজারা ইউনিয়নের ত্রাস হিসেবে পরিচিত মোঃ রোকন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত রোকনের বিরুদ্ধে ইতিপূর্বে চকরিয়া থানায় খুন,অস্ত্র,ডাকাতি
সহ মোট ৩টি পৃথক মামলা রয়েছে। তাকে এবং উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 






















